Last Updated: Tuesday, January 31, 2012, 20:27
এবারও বিতর্ক পিছু ছাড়ল না কলকাতা বইমেলার। মিলন মেলা প্রাঙ্গনে বইয়ের স্টলের সংখ্যা কমে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ পুস্তক বিক্রেতা, প্রকাশকরা। অভিযোগ, বইয়ের স্টলের জায়গা কমিয়ে এবারের মেলার মূল প্রাঙ্গণে জায়গা দেওয়া হয়েছে একাধিক বেসরকারি ব্যবসায়িক সংস্থাকে। অভিযোগ স্বীকার করে নিয়েই বইমেলা কর্তৃপক্ষের দাবি, বাড়তি লাভের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।