জমি নীতি শিল্পায়নে বাধা নয়: পার্থ চট্টোপাধ্যায়

জমি নীতি শিল্পায়নে বাধা নয়: পার্থ চট্টোপাধ্যায়

জমি নীতি শিল্পায়নে বাধা নয়: পার্থ চট্টোপাধ্যায়রাজ্যে বিনিয়োগের জন্য জমি নিতে হবে শিল্পপতিদেরই। আজ আইএসআইয়ের এক অনুষ্ঠানে একথা বললেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের জমি নীতি শিল্পায়নের প্রশ্নে বাধা হয়ে দাঁড়াবে না বলেই দাবি করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, " আমাদের জমিনীতি রাজ্যে বিনিয়োগ আকর্ষণ বাধা হতে পারে, আমি একথা মানি না। জমি আমাদের প্রাকৃতিক সম্পদ। একে আমাদের রাজ্য, তার বাসিন্দা ও অর্থনীতির স্বার্থে ব্যবহার করা উচিত্‍। পশ্চিমবঙ্গে যাঁরা শিল্পস্থাপন করতে চান, তাঁদেরকেই জমি অধিগ্রহণ করতে হবে। সরকার তাঁদের পাশে আছে। কিন্তু কোনও পরিস্থিতিতেই জমি অধিগ্রহণের জন্য আমাদের সরকার পুলিসকে ব্যবহার করবে না।"






First Published: Wednesday, January 11, 2012, 13:10


comments powered by Disqus