Last Updated: Thursday, July 3, 2014, 22:08
ইরাকের তিকরিতে আটক ৪৬ জন ভারতীয় নার্সকে ইচ্ছার বিরুদ্ধে অন্য শহরে সরিয়ে নিয়ে যাওয়া হল। এখন তারা আইসিসের কব্জায়। ইরাকের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সইদ আকবারুদ্দিন জানান, নিজেদের সুরক্ষার স্বার্থেও তারা অন্য জায়গায় যেতে রাজি হয়েছেন। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। পরিস্থিতি আমাদের হাতে নেই। এটা কঠিন পরিস্থিতি।