Partha takes on Babul supriyo

নাম না করে বাবুলকে আক্রমণ পার্থর, পাল্টা জবাব সাংসদের

নাম না করে বিজেপির বাবুল সুপ্রিয়কে আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কটাক্ষ, মন্ত্রী হওয়ার প্রতিযোগিতা চলছে। তাই নেতারা যা খুশি তাই বলছেন। গতকাল সন্দেশখালি গিয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন বাবুল সুপ্রিয়। আজ তারই জবাব দিল তৃণমূল।

কেন্দ্রের জুজু দেখাতে চাইছে বিজেপি। বিজেপি নেতাদের সন্দেশখালি সফর নিয়ে এই মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে গেরুয়া ঝড়ে নিজেরাই জুজু দেখছে তৃণমূল। পাল্টা মন্তব্য আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র।

দিল্লির জুজু দেখাচ্ছে বিজেপি। অভিযোগ করলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা হুঁশিয়ারি, এই জুজু দেখিয়ে কিছুই করতে পারবে না বিজেপি। গতকাল সন্দেশখালির সন্ত্রাসকবলিত এলাকায় যায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সন্দেশখালি থেকে ফিরে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতারা। বিজেপি নেতাদের মন্তব্যের নিন্দা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে।

First Published: Sunday, June 1, 2014, 21:51


comments powered by Disqus