Last Updated: Monday, October 28, 2013, 18:13
বণিকসভাগুলির কাছে অভিনব প্রস্তাব রাখলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফেলে রাখা জমি সরকার ফিরিয়ে নিলেও, শিল্পপতিরা যাতে আদালতে না যান, তার জন্য বণিকসভাগুলিকে উদ্যোগী হতে বললেন তিনি। কোনও শিল্পপতি শিল্পের জন্য জমি নিয়েও, যদি তা দীর্ঘদিন ফেলে রাখেন, তাহলে ওই জমি ফিরিয়ে নেওয়া হবে। একথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার শিল্পমন্ত্রী বলেন, রাজ্য ফেলে রাখা জমি ফিরিয়ে নিলেও শিল্পপতিরা যেন আদালতে না যান। তা নিশ্চিত করতে, বণিকসভাগুলিকে মঞ্চ গড়ে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন তিনি।