Last Updated: July 1, 2014 23:27

ছাড় পেয়েছেন অনুব্রত। ছাড় পেয়েছেন মনিরুল ইসলাম। কিন্তু তাপস পাল ইস্যুতে এই প্রথম অন্য পথে হাঁটছে রাজ্যের শাসকদল। তাপস পালের কৈফিয়ত তলবের পাশাপাশি তাঁকে সর্বসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মর্মাহত জানিয়ে বিবৃতি দিয়েছে দল।
একবার নয়। বারবার। বিভিন্ন সময় কুরুচিকর এবং হিংসাত্মক মন্তব্য করে শিরোনামে এসেছেন তৃণমূলের দুই নেতা। তাতে লাগাম টানতে শাসকদল কোনও উদ্যোগই নেয়নি। উল্টে পারুইকাণ্ড থেকে লাভপুর কাণ্ডে বিতর্ক যখনই তীব্র হয়েছে, অভিযুক্তের পাশে দাঁড়িয়েছে শাসকদল।
খুন, হুমকি, ঘরে বোমা মারা পর্যন্ত বরদাস্ত করেছিল দল। সেই তালিকায় তাপস পাল যোগ করলেন ধর্ষণের হুমকি। তাঁর রংবাজি অতীতের সব অভব্যতাকে ছাপিয়ে গেল। এমনিতেই রাজ্য জুড়ে একের পর এক মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় বিব্রত সরকার। তাপস পালের ধর্ষণের হুমকিতে প্রবল প্রতিক্রিয়া হয়েছে দেশজুড়ে। তার জেরেই কি এবার দলীয় ব্যবস্থা নিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে?
অনুব্রত থেকে মনিরুল, পারুই থেকে লাভপুর হত্যাকাণ্ড, অতীতে কখনই শাসকদলের মুখে এমন কথা শোনা যায়নি। এবার দুদিনের মধ্যেই দল কোনও সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
First Published: Tuesday, July 1, 2014, 23:27