পাশ নম্বর করা হোক ৪০, Pass marks should be 40

পাশ নম্বর করা হোক ৪০

পাশ নম্বর করা হোক ৪০মাধ্যমিকের প্রতিটি বিষয়ের পাশ নম্বর পঁচিশ থেকে বাড়িয়ে চল্লিশ করা হোক। এমনই সুপারিশ করল স্কুল শিক্ষা কমিটি। গতকালই জমা পড়েছে কমিটির রিপোর্টে। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তর জন্য।

First Published: Tuesday, November 15, 2011, 18:19


comments powered by Disqus