Last Updated: Sunday, May 26, 2013, 17:14
প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। সোমবার সকাল নটায় প্রকাশিত হল এবছরের প্রায় সাড়ে দশ লক্ষ পরীক্ষার্থী্র ফলাফল। বেলা এগারোটা থেকে ওয়েবসাইটের মাধ্যমে তা জানতে পারবেন পরীক্ষার্থীরা। মোট ১০ লক্ষ ৩৬ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী এবছর বসেছিলেন মাধ্যমিক পরীক্ষায়। সাফল্যের হার ৮১.৮১%। পাশের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে (৯২.৯৭%)। এরপরের আছে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণা। এবছর মাধ্যমিকে যুগ্মভাবে সম্ভাব্য প্রথম হয়েছেন বর্ধমানের পারুলিয়া কেকে হাই স্কুলের সৌরাশিস বিশ্বাস ও হুগলী দিলিবাগান কে বি রায় হাইস্কুলের রূপায়ণ কুণ্ডু। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮২। দ্বিতীয় হয়েছেন অনিশা মণ্ডল। তিনি সিউড়ির কালীবতি নারী শিক্ষায়তনের ছাত্রী তাঁর প্রাপ্ত নম্বর ৬৮১। আগামী বছর ২৪ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ৬মার্চ।