passenger molested by auto driver in Kasba

যাত্রীর শ্লীলতাহানি করল অটো চালক, এবার কসবায়

Tag:  Kasba kolkata Mollest auto
ফের অটোয় মহিলার শ্লীলতাহানির অভিযোগ। এবারে ঘটনাস্থল দক্ষিণ কলকাতার কসবা এলাকায়।

অভিযোগ, গতকাল দুপুর ৩ টে নাগাদ সব যাত্রী নেমে যাওয়ার পর চালক অটোয় বসে থাকা এক মহিলার শ্লীলতাহানি করে। মহিলার চিত্‍কার শুনে আসেপাশের লোকজন ছুটে আসেন। তারপর গ্রেফতার করা হয় অটোচালককে। অটোটি বাজেয়াপ্ত করেছে কসবা থানার পুলিস। ধৃতকে আজ আদালতে তোলা হবে।

দিনে দুপুরে কসবার মতো জনবহুল এলাকায় এই ধরণের ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে শহরে মহিলাদের নিরাপত্তা।

First Published: Friday, December 20, 2013, 13:51


comments powered by Disqus