নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে রোগীদের আন্দোলন অব্যাহত হাওড়া ইএসআই হাসপাতালে

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে রোগীদের আন্দোলন অব্যাহত হাওড়া ইএসআই হাসপাতালে

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে রোগীদের আন্দোলন অব্যাহত হাওড়ার ইএসআই হাসপাতালে। গতকাল থেকে খাবার বয়কট শুরু করেছেন রোগীরা। আজ ওয়ার্ড থেকে বেরিয়ে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, গতকাল রাতে আন্দোলন তুলে নেওয়ার জন্য তাঁদের হুমকি দেওয়া হয়। নিজেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের সদস্য বলে পরিচয় দিয়ে রাতে হাসপাতালে এসে হুমকি দিয়ে যায় এক ব্যক্তি।

রোগীরা জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যথাযথ খাবারের প্রতিশ্রুতি না দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। গতকাল হাসপাতাল সুপার জানিয়েছিলেন, জিনিসপত্রের দাম বাড়লেও গত দুবছর বরাদ্দ টাকা বাড়ানো হয়নি। এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সুপার। তবে শনিবার বিক্ষোভের পর কিছুই বলতে রাজি হননি তিনি।

First Published: Saturday, January 18, 2014, 21:51


comments powered by Disqus