Last Updated: Saturday, January 18, 2014, 21:51
নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে রোগীদের আন্দোলন অব্যাহত হাওড়ার ইএসআই হাসপাতালে। গতকাল থেকে খাবার বয়কট শুরু করেছেন রোগীরা। আজ ওয়ার্ড থেকে বেরিয়ে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, গতকাল রাতে আন্দোলন তুলে নেওয়ার জন্য তাঁদের হুমকি দেওয়া হয়। নিজেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের সদস্য বলে পরিচয় দিয়ে রাতে হাসপাতালে এসে হুমকি দিয়ে যায় এক ব্যক্তি।