চিকিত্‍সায় ত্রুটির অভিযোগে হাসপাতালে অনশনে রোগীরা

চিকিত্‍সায় ত্রুটির অভিযোগে হাসপাতালে অনশনে রোগীরা

Tag:  hunger strike
হুগলির চন্দননগর গৌরহাটি ইএসআই হাসপাতালে অনশনে বসলেন এক হাজার রোগী। চিকিত্‍সা পরিষেবায় ত্রুটির অভিযোগে গতকাল রাত থেকে শুরু হয়েছে অনশন। হাসপাতালে উপযুক্ত চিকিত্‍সা পরিকাঠামো না থাকায় রোগীদের চিকিত্‍সা ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।

এমনকি হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচারের কোনও ব্যবস্থা নেই বলেও অভিযোগ। প্রতিবাদে আজ সকালে রোগীর আত্মীয়েরা জিটি রোড অবরোধ করেন। পরে পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিত্‍সকের অভাবের কথা স্বীকার করে নিয়েছেন খোদ হাসপাতাল সুপার।

শুধু রোগীরা বা তাঁর আত্মীয়রা নন স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করছেন হাসপাতালে পরিকাঠামোগত ত্রুটির পাশাপাশি চিকিত্‍সকদের গাফলতিও দেখা যায় অনেকক্ষেত্রে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

First Published: Monday, January 27, 2014, 15:02


comments powered by Disqus