পাটনা বিস্ফোরণে তৃতীয় সন্দেহভাজন পুলিসের জালে

পাটনা বিস্ফোরণে তৃতীয় সন্দেহভাজন পুলিসের জালে

পাটনা বিস্ফোরণে তৃতীয় সন্দেহভাজন পুলিসের জালে পাটনায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় যুক্ত তিন নম্বর চক্রীকে গ্রেফতার করল পুলিস। রবিবার বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সমাবেশের আগে গান্ধী ময়দান সহ শহরের বিভিন্ন জায়গায় যে ধারাবাহিক বিস্ফোরণ হয়, তাতে ৬ জনের মৃত্যু হয়। আহত হন ৮৩ জন।

তাবিশ নামের ওই সন্দেহভাজনকে বিহারের মোতিহারি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিসের অনুমান এই বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী ইন্ডিয়ান মুজাহিদ্দিন জঙ্গি ইমতিয়াজ আনসারির সঙ্গে তাবিশের যোগাযোগ রয়েছে। আনসারিকে রবিবারই পাটনা রেল ষ্টেশন থেকে বিস্ফোরণের পর গ্রেফতার করা হয়।

ইমতিয়াজ জেরা করার সময়ই তাবিশের নাম জানা যায়। সূত্রের দাবি দীর্ঘদিন ধরে রাঁচিতে থেকেই নাশকতার ব্লু-প্রিন্ট তৈরি করেছিল আনসারি ও তাঁর সহযোগীরা। ২৩ বছরের আরও এক কম্পিউটার পরিচালককেও খুঁজছে পুলিস।

First Published: Wednesday, October 30, 2013, 09:23


comments powered by Disqus