একদিনে ফেসবুকে ১০,০০০ লাইক, তদন্ত দাবি প্রাক্তন রেলমন্ত্রীর

একদিনে ফেসবুকে ১০,০০০ লাইক, তদন্ত দাবি প্রাক্তন রেলমন্ত্রীর

একদিনে ফেসবুকে ১০,০০০ লাইক, তদন্ত দাবি প্রাক্তন রেলমন্ত্রীর একদিনে এক লাফে প্রায় ১০,০০০ বেড়ে গেছে তাঁর ফেসবুকে পেজের লাইক। আর তাতেই মনে সন্দেহ দানা বেঁধেছে প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনশালের। একেবারেই পুলিসের দ্বারস্থ হয়েছেন তিনি।

বনসালের ফেসবুক পেজে লাইকের সংখ্যা ছিল ৫১,৬০০। হঠাত্ করেই তা বেড়ে হয়ে গেছে ৬২,৫০০। বুধবার চণ্ডীগড় পুলিসের কাছে অভিযোগ জানিয়ে তিনি বলেছেন, কেউ কোনও অসত্ উদ্দেশে এমনটা করছে বলে তিনি করেন। এই ব্যাপারে তদন্ত দাবি করেছেন তিনি। চণ্ডীগড় পুলিসের বিশেষ সাইবার সেল। বনশালের দাবি একদিনে ১০ থেকে ২০টা, এমনকী সবথেকে বেশি একশোটা পর্যন্ত লাইক স্বাভাবিক হতে পারে। কিন্তু রাতারাতি ১০,০০০ লাইক সন্দেহজনক।

কিছুদিন আগেই চণ্ডীগড়েরই বিজেপি প্রেসিডেন্ট সঞ্জয় টন্ডনের ফেসবুক পেজের লাইক একদিনে ৯,০০০ বেড়ে যায়। তদন্তে জানা যায় যার বেশিরভাগই ছিল ইস্তানবুল থেকে।


First Published: Thursday, December 26, 2013, 23:19


comments powered by Disqus