Last Updated: Friday, May 10, 2013, 10:24
বিতর্কে জড়িত দুই কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য নির্ধারণ করতে শনিবার জরুরী বৈঠকে বসতে চলেছে কংগ্রেস কোর কমিটি। সূত্রে খবর, সম্ভবত মন্ত্রিত্ব থেকে সরিয়ে ফেলা হবে রেল মন্ত্রী পবন কুমার বনশলকে। অন্যদিকে, মন্ত্রকে কোপ পড়লেও আইনমন্ত্রী অশ্বিনী কুমারকে সম্ভবত এখনই মন্ত্রী তকমা হারাতে হচ্ছে না। তবে তাঁকে সরিয়ে ফেলা হতে পারে অন্য মন্ত্রকে। কংগ্রেস সূত্রে খবর, অশ্বিনী কুমারের জায়গায় দলের কোনও অভিজ্ঞ নেতাকে কেন্দ্রীয় আইনমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।