কংগ্রেসে ফিরলেন পাওয়ার ঘনিষ্ঠ নেতা, Pawar’s close leader returns to Cong

কংগ্রেসে ফিরলেন পাওয়ার ঘনিষ্ঠ নেতা

কংগ্রেসে ফিরলেন পাওয়ার ঘনিষ্ঠ নেতাএক যুগ আগে শরদ পাওয়ারের আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেস ছেড়েছিলেন তিনি। নাম লিখিয়েছিলেন নবগঠিত এনসিপি`তে। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী
পৃথ্বীরাজ চহ্বান এবং মুম্বই কংগ্রেস সভাপতি কৃপাশঙ্কর সিংয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে পুরনো দলে ফিরে এলেন মহারাষ্ট্রের বিশিষ্ট সংখ্যালঘু নেতা জাভেদ খান।
প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি, জাভেদের প্রত্যাবর্তনে সাংগঠনিক ভাবে উপকৃত হবে দল। তবে সেই সঙ্গে `অন্য` এক সম্ভাবনাও দেখছে রাজনৈতিক মহল। বছর কয়েক
আগে বিদর্ভের প্রবীণ এনসিপি নেতা দত্তা মেঘের কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনাকে ঘিরে মারাঠা মুলুকে ইউপিএ`র শরিকি টানাপোড়েন তীব্র হয়ে উঠেছিল। এ বারও তার
সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

First Published: Tuesday, September 27, 2011, 22:10


comments powered by Disqus