Last Updated: Friday, September 20, 2013, 10:25
কবে কমবে পেঁয়াজের দাম? জানে না কেন্দ্রীয় সরকার। শুধু কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর আশা, আগামী দু-তিন সপ্তাহে নাগালের মধ্যে আসতে পারে পেঁয়াজের দাম। পেঁয়াজের ঝাঁঝে না দামেই এখন চোখে জল সাধারণ মানুষের। খোলাবাজারে ৭০ থেকে ৮০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অথচ গত বছরের এই সময়ে পেঁয়াজের দাম ছিল ২২ টাকার আশেপাশে। কেন এই দশা?