পেলের ছেলের ৩৩ বছরের জেল

পেলের ছেলের ৩৩ বছরের জেল

Tag:  Peleপেলে
পেলের ছেলের ৩৩ বছরের জেলবেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ছেলে এদিনিয়োকে ৩৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মাদক চোরাচালান থেকে অর্জিত অর্থ পাচারের দায়ে পেলের ছেলেকে দোষী সাব্যস্ত করে ব্রাজিলের এক আদালত।

এদিনিয়ো নিজেও একজন ফুটবলার। নব্বইয়ের দশকে বাবার পুরাতন ক্লাব সান্তোসের গোলরক্ষক ছিলেন তিনি।
৪৩ বছর বয়সী এদিনিয়োর প্রকৃত নাম এদসন চোলবি দো নাসিমেন্তো। নব্বইয়ের দশকে বাবার পুরাতন ক্লাব সান্তোসের গোলরক্ষক ছিলেন তিনি। বর্তমানে এই ক্লাবেরই গোলরক্ষকদের কোচের দায়িত্বে রয়েছেন পেলের এই ছেলে।

মাদক চোরাচালান চক্রের সঙ্গে এদিনিয়োর সম্পৃক্ততার অভিযোগ এবং তার কারাবরণ বেশিরভাগ ব্রাজিলিয়ানের কাছেই ছিল অবাক করার মতো। বেশ কয়েকবার কারাগারে ছেলেকে দেখতে যান পেলে।

এর আগে ২০০৫ সালে প্রথমবার গ্রেফতার করা হয় পেলের ছেলেকে। মাদক চোরাচালান এবং সান্তোস শহরের একজন কুখ্যাত মাদক পাচারকারীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে সে সময় তাকে কারাদণ্ড দেয়া হয়। নিজে মাদকাসক্ত বলে স্বীকার করলেও মাদক চোরাচালানের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ব্রাজিলের সাও পাওলো স্টেটের ঊপকূলীয় শহর প্রাইয়া গ্রান্দের নিকটবর্তী এলাকার একটি আদালত তাকে এ দণ্ড দিয়েছে।

First Published: Sunday, June 1, 2014, 16:13


comments powered by Disqus