Last Updated: February 2, 2012 18:06

অনেকের কাছেই হয়তো অজানা যে শাহরুখ-শিরীষ ফাইটের আগে প্রিয়ঙ্কার সঙ্গে অন্তরঙ্গ কথোপকথনে ব্যস্ত ছিলেন কিং খান।
‘অগ্নিপথ’ ছবির সাফল্য সেলিব্রেট করার জন্য একটি পার্টির আয়োজন করেন অভিনেতা সঞ্জয় দত্ত। এতে উপস্থিত ছিলেন বলি দুনিয়ার অনেক নামি দামী তারকারাও। ফিল্ম ফেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ভোররাতে জুহুর সঞ্জয় দত্তের পার্টিতে ঢোকেন কিং খান। অনেক অতিথি সেই সময় পার্টি থেকে বেড়িয়ে গিয়েছিলেন। সেখানেই নিভৃতে কথা বলতে দেখা যায় শাহরুখ-প্রিয়ঙ্কাকে। তাঁদের কথোপকথনের নৈকট্য দৃষ্টি আকর্ষণ করেছিল পার্টিতে উপস্থিত অনেকেরই।
এর আগেও এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনার রিহার্সালের সময় ভোররাতে শাহরুখের বাংলো থেকে বেরনোকে ঘিরে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল প্রিয়ঙ্কাকে। সঞ্জুর পার্টিতে শাহরুখের সঙ্গে অন্তরঙ্গ চ্যাটের পর প্রিয়ঙ্কা পার্টি ছেড়ে বেড়িয়ে যান।সূত্রে খবর, পার্টির পরিবেশ ততক্ষণ পর্যন্ত শান্তই ছিল। এই ঘটনার কিছুক্ষনের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় সঞ্জুবাবার পার্টি। তাই প্রশ্ন এখন একটাই, ঠিক কি কথা হয়েছিল ডনের সঙ্গে জংলি বিল্লির!
First Published: Thursday, February 2, 2012, 18:06