Last Updated: October 31, 2013 19:23

মূল্যবৃদ্ধির বাজারে ফের ধাক্কা খেল মধ্যবিত্ত। আজ মধ্যরাত থেকে ফের বাড়ছে ডিজেলের দাম। লিটার পিছু ডিজেলের দাম ৫০ পয়সা বাড়ছে। তবে কমছে পেট্রলের দাম। আজ মধ্যরাত থেকে পেট্রলের প্রতি লিটারে দাম ১ টাকা ১৫ পয়সা কমছে।
প্রসঙ্গত, লিটার প্রতি ডিজেলের দাম আরও ৫ টাকা বাড়ানোর সুপারিশ করল কিরিট পারিখ কমিটি। কেন্দ্রীয় সরকার নিয়োজিত ওই কমিটি কেরোসিনের দামও লিটার প্রতি চার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। রান্নার গ্যাসের দাম বাড়াতে বলেছে সিলিন্ডার পিছু আড়াইশো টাকা।
এর ফলে পেট্রোপণ্যে সরকারি ভর্তুকি ৭২ হাজার কোটি টাকা কমে যাবে বলে জানানো হয়েছে। গত মে মাসে ওই কমিটি ডিজেলের জন্য পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে দেওয়া ভর্তুকির পরিমাণ বেঁধে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। প্রতি লিটারে ডিজেলে ৬ টাকা ভর্তুকির সুপারিশ ছিল কিরিট পারিখ কমিটির। বুধবার একথা জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি।
First Published: Thursday, October 31, 2013, 19:24