Last Updated: February 28, 2014 22:03

ভোটের মুখে আমজনতার জন্য ফের দুঃসংবাদ। আরও একদফা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোলের দাম বাড়ছে লিটারে ষাট পয়সা। প্রতি লিটার ডিজেলের দামবৃদ্ধি হচ্ছে পঞ্চাশ পয়সা।
আজ মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। কলকাতায় পেট্রোলের নতুন দাম হবে প্রতি লিটার আশি টাকা ছিয়ানব্বই পয়সা। ডিজেলের দাম বেড়ে হবে ষাট টাকা ন পয়সা।
First Published: Friday, February 28, 2014, 22:03