Last Updated: Monday, June 23, 2014, 21:25
রেলভাড়া বাড়ানোর প্রতিবাদে পথে নামল তৃণমূল। সাংসদ, বিধায়ক- মন্ত্রীরা মিছিল করলেন কলকাতায়। দাবি উঠল, মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেল ভাড়া না বাড়িয়ে চালাতে পারেন, তাহলে কেন পারবে না মোদী সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, একবারের জন্যেও বাড়াননি রেলের ভাড়া। এমনকি রেল ভাড়া বাড়াতে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল দিনেশ ত্রিবেদীকে।
মুকুল রায় এসে সবটা না কমালেও, কমিয়েছিলেন অনেকটাই।