Last Updated: June 30, 2014 20:04

ফের আর এক বার বাড়ল পেট্রল, ডিজেলের দাম। তেল কোম্পানিগুলি সোমবার পেট্রলের দাম লিটার প্রতি ১টাকা ৬৯ পয়সা বাড়তে চলেছে। ডিজেলের দাম লিটার দাম ৫০ পয়সা বাড়তে চলেছে। ১ জুলাই থেকেই বর্ধিত দাম কার্যকরী হবে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে অশোধিত পেট্রলিয়ামের দাম বৃদ্ধির জন্যই জ্বালানী তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্ধিত দামের উপর আবার কর বসানো হবে।
চলতি বছরের এপ্রিল মাসে পেট্রলের দাম লিটার প্রতি ৭০ পয়সা কমিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার।
এই দাম কমানোর সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের আগে জ্বালানী তেলের দাম বাড়াতে অস্বীকার করেছিল ইউপিএ সরকার।
First Published: Monday, June 30, 2014, 20:04