Fuel price - Latest News on Fuel price| Breaking News in Bengali on 24ghanta.com
আগামিকাল থেকে বাড়ছে পেট্রল, ডিজেলের দাম

আগামিকাল থেকে বাড়ছে পেট্রল, ডিজেলের দাম

Last Updated: Monday, June 30, 2014, 20:04

ফের আর এক বার বাড়ল পেট্রল, ডিজেলের দাম। তেল কোম্পানিগুলি সোমবার পেট্রলের দাম লিটার প্রতি ১টাকা ৬৯ পয়সা বাড়তে চলেছে। ডিজেলের দাম লিটার দাম ৫০ পয়সা বাড়তে চলেছে। ১ জুলাই থেকেই বর্ধিত দাম কার্যকরী হবে।