পেট্রলের দাম ১.৫৫ টাকা বাড়ল

পেট্রলের দাম ১.৫৫ টাকা বাড়ল

পেট্রলের দাম ১.৫৫ টাকা বাড়ল টাকার দাম কমতে থাকায় যা হওয়ার ছিল তাই হল। ফের একবার দাম বাড়ল পেট্রোলের। প্রতি লিটারে দাম বাড়ছে ১টা ৫৫ পয়সা। রবিবার রাত থেকেই নতুন দর কার্যকর হচ্ছে। তবে এই দামের ট্যাক্সের হিসাব যোগ করা হয়নি। ফলে মনে করা হচ্ছে ২টাকা মতো দাম বৃদ্ধি হবে পেট্রলের।

এই নিয়ে গত আট সপ্তাহে চতুর্থবার পেট্রলের দাম বাড়াল তেল সংস্থাগুলি। গত মাসের ২৮ তারিখ শেষ বার তেলের দাম বাড়ে। তবে খুশির খবর, অপরিবর্তিত থাকছে ডিজেলের দাম। ওয়াকিবহাল মহলের মত, খুব শীঘ্রই ডিজেলের দামেও বদল হতে পারে।

First Published: Sunday, July 14, 2013, 22:57


comments powered by Disqus