প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তীতই থাকছে

প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তীতই থাকছে

Tag:  PF body
প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তীতই থাকছেচলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার থাকছে অপরিবর্তীত। এমপ্লইস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে এখবর জানানো হয়েছে। গত অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে সুদের হার ছিল ৮.৫ শতাংশ। এবছর সুদের হারে কোনও পরিবর্তন না হওয়ায়, রাজকোষে কোনও ঘাটতি হবে না। ইপিএফও-র তরফে এমনই দাবি করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাসটিসের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে।

যার নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। তখনই প্রভিডেন্ট ফান্ডের সুদের হারের চূড়ান্ত ঘোষণা করা হবে। সূত্রের খবর, এবছরই প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৫ থেকে বাড়িয়ে ৮.৭৫ করতে চেয়েছিল ইপিএফও। কিন্তু তেমনটা হলে রাজকোষে ঘাটতির পরিমাণ বাড়ত যা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে গ্রহণযোগ্য হত না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

First Published: Monday, September 9, 2013, 10:27


comments powered by Disqus