PF body - Latest News on PF body| Breaking News in Bengali on 24ghanta.com
প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তীতই থাকছে

প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তীতই থাকছে

Last Updated: Monday, September 9, 2013, 10:27

চলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার থাকছে অপরিবর্তীত। এমপ্লইস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে এখবর জানানো হয়েছে। গত অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে সুদের হার ছিল ৮.৫ শতাংশ। এবছর সুদের হারে কোনও পরিবর্তন না হওয়ায়, রাজকোষে কোনও ঘাটতি হবে না। ইপিএফও-র তরফে এমনই দাবি করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাসটিসের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে।