Last Updated: May 21, 2013 16:53

যৌন কেলেঙ্কারির জেরে কুর্শি হারালেন বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা আই গেটের চিফ এক্সিকিউটিভ ফণীশ মূর্তি। তাঁর বিরুদ্ধে অধঃস্তন এক মহিলা কর্মচারী যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। আজ সকালে ফণীশ মূর্তিকে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়।
জেরার্ড ওয়াটজিনগের আই গেটের অন্তর্বর্তীকালীন সিইও হিসাবে নির্বাচিত হয়েছেন। ২০০২-এ একই ধরনের অভিযোগে ভারতের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস থেকে সরে যেতে হয়েছিল ফণীশ মূর্তিকে। যদিও সে বার আদালতের বাইরেই নিষ্পতি হয়েছিল সেই ঘটনার।
আই গেটের অন্যতম প্রতিষ্ঠাতা সুনীল ওয়াধানি আজ জানিয়েছেন
``গত দশ বছরে আই গেটের উন্নতির পিছনে ফণীশ মূর্তির অবদান অনস্বীকার্য। কিন্তু আই গেটের নিজস্ব কিছু নীতি আছে। সেই নীতি ভঙ্গ করার জন্যই আমরা শ্রী মূর্তিকে তাঁর পদ থেকে সরে যেতে বলেছি।``
ন্যাসকম আই গেটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ফণীশ মূর্তি। তিনি জানিয়েছেন এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং তিনি তাঁর সংস্থার নীতির কোনও অবমাননা করেননি।
First Published: Tuesday, May 21, 2013, 16:53