Last Updated: Tuesday, May 21, 2013, 16:53
যৌন কেলেঙ্কারির জেরে কুর্শি হারালেন বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা আই গেটের চিফ এক্সিকিউটিভ ফণীশ মূর্তি। তাঁর বিরুদ্ধে অধঃস্তন এক মহিলা কর্মচারী যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। আজ সকালে ফণীশ মূর্তিকে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়।