Last Updated: September 28, 2012 15:30

জন্ম পুয়ের্তো রিকোতে। আজও সেদেশের অফিসিয়াল ড্রিঙ্ক। তবে পরিসংখ্যান মতে হাওয়াইতে সর থেকে বেশি বিক্রি হওয়া পানীয়। গ্রীষ্মের মখমলে ককটেল। রাম, নারকেলের দুধ আর আনারসের দুধ। অনায়াস পার্টি মাত।
কী কী লাগবে:আনারসের রস-১২০ মিলি
রাম-৯০মিলি
ঘন নারকেলের দুধ (কোকোনাট ক্রিম)- ৬০ মিলি
বরফ কুচি- ২ কাপ
কী করে বানাবেন:সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে হাই স্পিডে ব্লেন্ড করুন এক মিনিট। গবলেট ধরনের গ্লাসে ছেঁকে নিন। অভিনবত্ব আনতে নারকেল মালাতেও সার্ভ করতে পারেন। এক ফালি আনারস আর চেরি সাজিয়ে সার্ভ করুন।
First Published: Friday, September 28, 2012, 22:58