Pineapple Lassi, আনারসের লস্যি

আনারসের লস্যি

আনারসের লস্যিসেই পুরোনো লস্যি, তবে নতুন মোড়কে। দক্ষিণ ভারতের প্রচলিত রেসিপি। বিভিন্ন মরসুমী ফল ব্যবহার করতে পারেন।


কী কী লাগবে:

ভ্যানিলা ফ্লেভারের দই- ২ কাপ
আনারসের জুস- ১ কাপ
নারকেলের দুধ- ১/৪ কাপ
আদা বাটা- ১/৮ চা চামচ

কী ভাবে বানাবেন:

সমস্ত উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করে সঙ্গে সঙ্গে সার্ভ করুন।






First Published: Friday, September 28, 2012, 14:57


comments powered by Disqus