Last Updated: July 23, 2012 20:17

কিছুদিন আগে নিজের জন্মদিনে টুইটারে নিজের নগ্ন ছবি পোস্ট করে ভক্তদের দাওয়াত দিয়েছিলেন শারলিন। তবে সেই ছবিতে যতটুকু রাখঢাক করে ভক্তদের হতাশ করেছিলেন, সম্প্রতি তা পুরোপুরি পুষিয়ে দিয়েছেন প্লে বয় ম্যাগাজিনের কভার পেজে। যেখানে পুরোটাই দৃশ্যমান তাঁর অ্যাসেটস। প্রথম ভারতীয় হিসেবে তাঁর এই কৃতিত্বের স্বকৃতি দিতে প্লেবয় ম্যাগাজিন তাঁকে একেবারে বলিউড লেজেন্ড-এর আখ্যা দিয়ে দিয়েছে!
একমাত্র ভারতীয় প্লেমেট শারলিন চোপড়া যে শুধুমাত্র একজন স্ট্রাগ্লিং অভিনেত্রী, তিনি যে বলিউডের একজন `নক্ষত্র` সেই দাবিই স্পষ্ট হয়ে উঠলো হাগ হেফনারের `প্লে বয়` ম্যাগাজিনের আখ্যায়। সম্প্রতি `প্লে বয়`এর ওয়েবসাইট এ শারলিনের সারাজীবনের কথা লেখা হয়, সেই লেখায় তাঁকে ওই আখ্যা দেওয়া হয়। শুধু তাই নয়। বলিউডকে একটা `শহর` বলে চিহ্নিতও করা হয়। ঝুলিতে মাত্র ১০টা ফ্লপ ছবি নিয়েই রাতারাতি বলিউড লেডেন্ড হয়ে যাওয়ায় হতবাক গোটা বলিউড।
প্লেব বয়-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী১৯৮৪ শালের ১১ই ফেব্রুয়ারি তে জন্ম শারলিনের। বাবা ডাক্তার। বোন হায়দ্রাবাদে `ডিস্ক জকি`। ভাই নিউজিল্যান্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মাত্র ১৭ বছর বয়সে সৌন্দর্য প্রতিযোগিতা জেতার সুবাদে টিনসেল টাউনে আগমন। ২০০৫ সালে দোস্তি ছবি দিয়ে আত্মপ্রকাশ বলিউডে। উত্তেজক আইটেম নাম্বার, ফলাও করে সিলিকন ইমপ্লান্টের খবর প্রকাশ বা টুইটারে জন্মদিনে নিরাবরণ ছবি শারলিনকে যে জনপ্রিয়তা দিতে পারেনি, পশ্চিমী দুনিয়া তাঁকে তা দিতে মরিয়া। তবে শারলিনের এহেন উত্তরণে কী বলছেন বলিউডের আসল লেজেন্ডরা?
First Published: Monday, July 23, 2012, 20:17