Last Updated: Monday, July 23, 2012, 20:17
কিছুদিন আগে নিজের জন্মদিনে টুইটারে নিজের নগ্ন ছবি পোস্ট করে ভক্তদের দাওয়াত দিয়েছিলেন শারলিন। তবে সেই ছবিতে যতটুকু রাখঢাক করে ভক্তদের হতাশ করেছিলেন, সম্প্রতি তা পুরোপুরি পুষিয়ে দিয়েছেন প্লে বয় ম্যাগাজিনের কভার পেজে। যেখানে পুরোটাই দৃশ্যমান তাঁর অ্যাসেটস। প্রথম ভারতীয় হিসেবে তাঁর এই কৃতিত্বের স্বকৃতি দিতে প্লেবয় ম্যাগাজিন তাঁকে একেবারে বলিউড লেজেন্ড-এর আখ্যা দিয়ে দিয়েছে!