Last Updated: February 17, 2012 23:57

প্রিমিয়ার লিগ সকার নিয়ে ক্রমশঃ চাপ বাড়াচ্ছে সরকার। বাংলায় এই টুর্নামেন্ট হতে গেলে রাজ্য মন্ত্রীসভার অনুমোদন প্রয়োজন বলে জানালেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। মাঠ সমস্যায় সঠিক সময়ে টুর্নামেন্ট শুরু করা নিয়ে ইতিমধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রীড়ামন্ত্রীর এই নতুন বক্তব্য নিশ্চিতভাবেই উদ্যোক্তাদের কপালে ভাঁজ বাড়াবে। সমস্যা সমাধানে তাঁরা আলোচনা করতে চান ক্রীড়ামন্ত্রীর সঙ্গে। ক্রীড়ামন্ত্রী জানাচ্ছেন আলোচনার জন্য তিনি প্রস্তুত। তবে টুর্নামেন্টের সবুজ সংকেত পাওয়া যাবে মন্ত্রীসভা থেকেই।
মাঠ সমস্যা মিটিয়ে সঠিক সময়ে প্রথম সকার লিগ শুরু করা একপ্রকার অসম্ভব বলেই এখন মনে করছে সংশ্লিষ্টমহল।
First Published: Friday, February 17, 2012, 23:59