Last Updated: Saturday, April 7, 2012, 21:54
রবিবার থেকে শুরু হচ্ছে সিএবি পরিচালিত আমন্ত্রনী মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। পাঁচ দলীয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং বাংলা দলের ক্রিকেটাররা। ঝুলন গোস্বামী, রুমেলি ধর, প্রিয়াঙ্কা রায়, অন্বেষা মৈত্রের মত ক্রিকেটাররা খেলায় টুর্নামেন্টের জৌলুস অনেকটাই বেড়ে গিয়েছে বলে মনে করেন সিএবি কর্তা গোতম দাশগুপ্ত। কালীঘাট, ভবানিপুর, উয়াড়ি, শ্যামবাজার ও ডালাহৌসি অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়।