Last Updated: August 5, 2013 10:41

প্রত্যাশিতভাবেই বাদল অধিবেশনের শুরুতেই তেলেঙ্গানা ইস্যুতে উত্তাল হয়ে উঠল সংসদের উভয় কক্ষ। বিরোধীরা অন্ধ্রের বিভাজন নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করে। অন্যদিকে, বোরোল্যান্ডের দাবিও তোলেন কিছু সাংসদ। ওয়েলের সামনে চলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। রাজ্যসভার স্পিকার সাংসদদের আসনে ফিরে যেতে বললেও প্রত্যাখান করেন তাঁরা। রাজ্যসভা ২টো অবধি মুলতুবি হয়ে হয়ে গেছে।
লোকসভাতেও তেলেঙ্গানা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তেলেঙ্গানার বিভাজনের বিরোধিতা করে কেন্দ্র বিরোধী স্লোগান তোলেন একদল সাংসদ। ঠিক তখনই কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করে স্লোগান তোলেন তেলেঙ্গানা পন্থীরা ব্যাপক হইহট্টগোল সৃষ্টি হয়। দুই পক্ষই ওয়েলে জড়ো হন। স্পিকার মীরা কুমার তাঁদের ফিরে যেতে বলেন। জিরো আওয়ারে সাংসদদের বক্তব্য শোনা হবে বলেও জানান তিনি। দশ মিনিটের জন্য মুলতুবি থাকার পর ফের শুরু হয় লোকসভার অধিবেশন।
অধিবেশন শুরু হওয়ার আগে আজ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন ডিএমকে নেতা কানিমোঝি।
তেলেঙ্গানার সঙ্গেই আইপিএস অফিসার দূর্গা শক্তি নাগপালের সাসপেনশন ও খাদ্য সুরক্ষা বিল নিয়ে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। খাদ্য নিরাপত্তা বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ হবে চলতি অধিবেশনে। গত কয়েকবারের মতো বিরোধীদের বাধায় এই অধিবেশনও যাতে পণ্ড না হয়ে যায় তা নিয়ে তত্পর সরকারপক্ষ। বাদল অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিরোধীদের কাছে সহযোগিতার আর্জি জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী।
First Published: Monday, August 5, 2013, 19:33