Last Updated: Monday, August 5, 2013, 10:41
প্রত্যাশিতভাবেই বাদল অধিবেশনের শুরুতেই তেলেঙ্গানা ইস্যুতে উত্তাল হয়ে উঠল সংসদের উভয় কক্ষ। বিরোধীরা অন্ধ্রের বিভাজন নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করে। অন্যদিকে, বোরোল্যান্ডের দাবিও তোলেন কিছু সাংসদ। ওয়েলের সামনে চলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। রাজ্যসভার স্পিকার সাংসদদের আসনে ফিরে যেতে বললেও প্রত্যাখান করেন তাঁরা। রাজ্যসভা ২টো অবধি মুলতুবি হয়ে হয়ে গেছে।