Last Updated: July 15, 2014 09:02

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে পৌছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোর্টালেজায় পৌছনোর তিনঘণ্টার মধ্যেই চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন মোদী। প্রতিবেশী দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠককে সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ বলেই বর্ণনা করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন।
প্রায় আশি মিনিট ধরে মোদী এবং শি জিনপিংয়ের মধ্যে আলোচনা চলে। বৈঠকে ভারত ও চিনের অর্থনৈতিক সম্পর্ক থেকে শুরু করে সন্ত্রাসবাদ ও দুদেশের সীমান্ত সমস্যা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ দফতরের মুখপাত্র। চিনের রাষ্ট্রপতির পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
First Published: Tuesday, July 15, 2014, 09:02