Last Updated: Thursday, November 8, 2012, 21:49
মাও সে তুং, দেং জিয়াওপিং, জিয়াং জেমিন, হু জিনতাওয়ের পর শি জিনপিং। পঞ্চম প্রজন্মের নেতা হিসাবে চিনের কমিউনিস্ট পার্টির দায়িত্ব নিতে চলেছেন তিনি। বৃহস্পতিবার থেকে বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল-এ শুরু হয়েছে চিনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেস। অধিবেশনের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক তথা চিনের প্রেসিডেন্ট হু জিনতাও। নিজের উত্তরসূরি হিসাবে সেখানেই জি জিনপিংয়ের নাম ঘোষণা করেন চিনের প্রেসিডেন্ট।