আমার গোপন করার কিছু নেই: প্রধানমন্ত্রী

আমার গোপন করার কিছু নেই: প্রধানমন্ত্রী

আমার গোপন করার কিছু নেই: প্রধানমন্ত্রী দুহাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। প্রধান বিরোধী দল বিজেপিকে তাঁর কটাক্ষ, ভোটের আগেই বিজেপির প্রচার তুঙ্গে পৌঁছবে। তুলনায় ধীরগতিতে এগিয়ে কংগ্রেসই বাজিমাত করবে বলে মনে করেন মনমোহন সিং। কয়লা কেলেঙ্কারির নিয়ে সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হতেও তিনি প্রস্তুত। একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এই ইস্যুতে দেশজোড়া আলোড়নের মাঝে প্রধানমন্ত্রীর মন্তব্য, তিনি আইনের ঊর্ধে নন। তাঁর গোপন করার কিছু নেই। পাকিস্তানের আচরণ হতাশাজনক। সীমান্তে বার বার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনায় এই মন্তব্য করেন তিনি। তাঁর মতে নিউ ইর্য়কে দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে শান্তিরক্ষার কথা বলা হলেও, সেই প্রতিশ্রুতি রাখেনি পাকিস্তান। নওয়াজ শরিফ এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারবেন বলেই আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে ঘৃণার রাজনীতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। তবে রাহুল গান্ধীর জীবনের আশঙ্কা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, কংগ্রেস সহসভাপতির নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

First Published: Thursday, October 24, 2013, 22:06


comments powered by Disqus