Last Updated: August 28, 2012 10:13

ষোড়শ নির্যশ সম্মেলনে যোগ দিতে চার দিনের ইরান সফরে আজ তেহেরান যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ সহ পাক প্রেসিডেন্ট আসিফ আলি জর্দারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়া ইরানের সর্বচ্চ ধর্মগুরু আয়েতুল্লা খুমেইনির সঙ্গেও দেখা করবেন মনমোহন সিং।
তেহেরানে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলন নিয়ে ভারতীয় কূটনীতিকরা খুব একটা আশাবাদী না হলেও, দিল্লির কাছে এই সফর খুবই গুরুত্বের। কারণ পরমাণু জ্বালানী সরবরাহকারী দেশ হিসেবে ভারতের কাছে ইরানের গুরুত্ব দীর্ঘ মেয়াদী। মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনেও অবস্থানগত দিক দিয়ে দিল্লির কাছে তেহেরানের গুরুত্ব অপরিসীম।
এছাড়া আফগানিস্তানের মাটি থেকে মার্কিন সেনা ফিরে গেলে, উপমহাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা জরুরি বলে মনে করে মনমোহন সিং সরকার। তাই মার্কিনি বিধি নিষেধকে কিছুটা উপেক্ষা করে ইরান সফরে গিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সঙ্গে বৈঠকে এই সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়াও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও সংস্কৃতি নিয়ে কথা হবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
First Published: Tuesday, August 28, 2012, 10:13