Last Updated: Tuesday, August 28, 2012, 10:13
ষোড়শ নির্যশ সম্মেলনে যোগ দিতে চার দিনের ইরান সফরে আজ তেহেরান যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ সহ পাক প্রেসিডেন্ট আসিফ আলি জর্দারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়া ইরানের সর্বচ্চ ধর্মগুরু আয়েতুল্লা খুমেইনির সঙ্গেও দেখা করবেন মনমোহন সিং।