Last Updated: October 19, 2013 20:03

২০০৫ সালে সবদিক বিচার করেই হিন্ডালকো সংস্থাকে কয়লার ব্লক বণ্টন করা হয়েছিল। জানাল প্রধানমন্ত্রীর দফতর। কুমারমঙ্গলম বিড়লার সংস্থা হিন্ডালকোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট ছিলেন প্রধানমন্ত্রীও।
কয়লা ব্লক বণ্টন দুর্নীতির অভিযোগ উঠেছে যে সময়ে, তখন কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী নিজে। সেই কারণে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
কংগ্রেসের দাবি, এভাবে সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করা উচিত্ নয়। কারণ প্রতিটি ফাইল আমলাদের হাত ঘুরে তবেই মন্ত্রীদের কাছে আসে। অধিকাংশ ক্ষেত্রে আমলারাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কিন্তু কোল ব্লক কেলেঙ্কারীতে প্রধানমন্ত্রীর নাম কেন এফআইআরে অন্তর্ভূক্ত করা হল না তা নিয়ে ফের প্রশ্ন তুলেছে বিজেপি। তাঁদের মতে প্রধানমন্ত্রীই তাঁর দফতরের প্রধান। বিজেপির দাবি, প্রধানমন্ত্রীকে আড়াল করে কংগ্রেস গোটা কোলগেট তদন্তেই জল ঢালতে চাইছে।
First Published: Saturday, October 19, 2013, 20:04