Last Updated: October 25, 2013 23:48

হিন্দালকোর কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত ফাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিল প্রধানমন্ত্রীর দফতর। সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী দফতরের এক আধিকারিক জানিয়েছেন, "সিবি আই আমাদের কছে বরাত দেওয়ার তথ্য চেয়েছিল। আমরা ফাইল দিয়েছি, তার প্রাপ্তি স্বীকারও করেছে সংস্থা।"
মঙ্গলবার পিএমও-র কাছে এই তথ্যগুলি চেয়ে পাঠায় সিবিআই। তিন দিন পর তার জবাব দিল প্রধানমন্ত্রীর দফতর। খোদ মনমোহন সিং তদন্তকারীদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়ায় চিঠির জবাব দেওয়া হয়েছে।
কুমারমঙ্গলম বিড়লার মালিকানাধীন হিন্দালকোকে বেআইনিভাবে কয়লা ব্লক বন্টন করা হয়েছিল। ১৫ অক্টোবর সিবিআই-এর দায়ের করা এই এফআইআর-এ শোরগোল পড়ে যায় নানা মহলে। এফআইআরে নাম ছিল প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখেরও। উপরতলার মদতেই গোটা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে সিবিআই। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের কাছে তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
First Published: Friday, October 25, 2013, 23:48