Last Updated: June 1, 2014 21:10
অভিযুক্তদের ধরতে গিয়ে গ্রামে ঢুকে গ্রামবাসীদের মারধরের অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। এঘটনা জগতবল্লভপুরের পাতিয়ালের। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। গ্রামের পুজো ঘিরে সংঘর্ষ বেধে যায় দুই গোষ্ঠীর মধ্যে।
ঘটনাস্থলে পৌছয় পুলিস। গ্রামবাসী ও পুলিসের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহত হন চার পুলিস কর্মী। এরপরই শনিবার রাতে গ্রামে ঢোকে পুলিস। অভিযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাসি। গ্রামবাসীদের অভিযোগ, তল্লাসির নামে পুরুষ ও মহিলাদের মারধর করে পুলিস। যদিও পুলিসের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।
First Published: Sunday, June 1, 2014, 21:10