Police attacked media at Kolkata nursing home, আক্রান্ত সংবাদ মাধ্যম, আক্রান্ত ২৪ ঘণ্টা

পুলিসের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম, আক্রান্ত ২৪ ঘণ্টা

পুলিসের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম, আক্রান্ত ২৪ ঘণ্টাখবর সংগ্রহ করতে গিয়ে পুলিসের হাতে বেধড়ক মার খেলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। আহত হয়েছেন চব্বিশ ঘণ্টার সাংবাদিকও। ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকার ব্রড স্ট্রিটে।

ব্রড স্ট্রিটের মেডিভিউ নার্সিংহোমের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক রোগী। সেই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর লাঠি চালায় পুলিস।

ঘটানার পরে কড়েয়া থানার সাব-ইন্সপেক্টর সুমন নস্করকে সাসপেন্ড করা হচ্ছে। ওই থানারই অ্যাডিশনাল ওসি অলোক সামন্ত সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করেন বলে অভিযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী জাভেদ খান। তিনি বলেন এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের উপযুক্ত সাজা হবে।

কলকাতা পুলিসের সাউথ ডিভিশনের অ্যাসিস্টান্ট কমিশনারকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।





First Published: Tuesday, December 13, 2011, 14:58


comments powered by Disqus