Last Updated: Saturday, March 8, 2014, 13:45
সমাজবিরোধীদের খোঁজে গিয়ে বোমার আঘাতে ঘায়েল হল পুলিস। তাঁদের মধ্যে গুরুতর আহত অঞ্জনা সরকার নামে এক মহিলা কনস্টেবল-সহ বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়, উত্তর ২৪ পরগনার আমডাঙার বহিসগাছি গ্রামে। ভাঙচুর করা হয় পুলিসের দুটি গাড়ি। রাতের দিকে বারাসত হাসপাতালে আহতদের দেখতে যান উত্তর ২৪ পরগনার পুলিস সুপার এবং অতিরিক্ত পুলিস সুপার, হেড কোয়ার্টার। দুষ্কৃতীরা পলাতক।