নগরপালের এ-মেল হ্যাকিং, Police commissioner`s email hacked

নগরপালের এ-মেল হ্যাকিং

নগরপালের এ-মেল হ্যাকিংসিআইডির ওয়েবসাইটের পর এবার হ্যাক করা হল কলকাতা পুলিসের কমিশনার আর কে পচনন্দার ই-মেল অ্যাকাউন্ট। তাঁর মেল আইডি ব্যবহার করে বেশ কয়েকটি ই মেল পাঠানো হয়েছে। ওই মেলগুলির অস্তিত্বের বিষয়টি জানতেনই না পুলিস কমিশনার। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিস। তবে খোদ নগরপালের ই মেল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় উদ্বিগ্ন কলকাতা পুলিসের কর্তারা।

First Published: Tuesday, November 1, 2011, 13:54


comments powered by Disqus