Last Updated: Monday, February 20, 2012, 14:28
পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে তুমুল বিতর্কের জেরে সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন পুলিস কর্তারা। বৈঠকে ছিলেন পুলিস কমিশনার আর কে পচনন্দা, কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান দনয়ন্তী সেন, যুগ্ম পুলিস কমিশনার জাভেদ শামিম। বৈঠকের পর মহাকরণেই সাংবাদিকদের মুখোমুখি হন দময়ন্তী সেন ও জাভেদ শামিম।