মগরাহাট কাণ্ডের জেরে মৃত্যু পুলিকর্মীর, Police dies in Magrahat Case

মগরাহাট কাণ্ডের জেরে মৃত্যু পুলিকর্মীর

মগরাহাট কাণ্ডের জেরে মৃত্যু পুলিকর্মীরমগরাহাট কাণ্ডের জেরে মৃত্যু হল এক পুলিস কর্মীর। মৃত পুলিসকর্মীর নাম আইনুল হক হালদার। পয়লা ডিসেম্বর মগরাহাটে জনতা পুলিস সংঘর্ষে আহত হয়েছিলেন আইনুল হক। মাথায় ও বুকে ইটের আঘাত লেগেছিল তাঁর। প্রথমে আহত পুলিস কর্মীকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ন্যাশানাল মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। রবিবার সেখান থেকে বাড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। আজ সকালে বাড়িতে মৃত্যু হয় আইনুল হকের।





First Published: Tuesday, December 20, 2011, 18:10


comments powered by Disqus